আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রস্তুত রাশিয়া। কাজাখস্তান সফরের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়া কখনো কারও সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি বলেও জানান তিনি। ল্যাভরভ বলেন, যখনই বিষয়টি (আলোচনার কথা) উত্থাপিত হয়, রাষ্ট্রপতি পুতিন তখনই আমাদের অবস্থানের উপর জোর দেন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে ল্যাভরভ বলেন, একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে কথা বলা সবসময়ই ভালো।