আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ে রিপাবলিকান শিবিরে বইছে আনন্দের জোয়ার। এই আনন্দের ছোঁয়া লেগেছে ভারতের নিভৃত একটি গ্রামেও। কারণ, ঊষা চিলুকুরি ভ্যান্স।কিন্তু কে তিনি? ডনাল্ড ট্রাম্পের রানিং মেট অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট হতে চলা জে ডি ভ্যান্সের স্ত্রী হচ্ছেন এই উষা চিলুকুরি। ফলে তিনি হতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় তেলেগু বংশোদ্ভূত 'সেকেন্ড লেডি।' ৩৮ বছর বয়সী উষা চিলুকুরির আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। যুক্তরাষ্ট্রে তার নতুন উপাধি পেতে চলাই উৎসবের আমেজ তৈরি করেয়েছে পশ্চিম গোদাবরি জেলার ভাদলুরু গ্রামে। সেখানেই উষার পরিবারের শেকড়।
তাই প্রথম একজন ভারতীয়-আমেরিকান যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি হতে চলায় আপ্লুত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্সের বিজয়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করে চন্দ্রবাবু নাইডু এক্স এক পোস্টে লেখেন, “যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি জেডি ভ্যান্সকে আন্তরিক অভিনন্দন জানাই। “তার জয় আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ তার স্ত্রী ঊষা প্রথম তেলুগু বংশোদ্ভূত আমেরিকান সেকেন্ড লেডি হতে চলেছেন।”