News71.com
 International
 10 Nov 24, 10:20 AM
 24           
 0
 10 Nov 24, 10:20 AM

গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পিছু হটলো কাতার॥

গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পিছু হটলো কাতার॥

 


আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিলো কাতার। কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১০ নভেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে।দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয়- মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরেই কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো। কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর ‘আর তাদের উদ্দেশ্য সাধন করছে না’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন