আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশেষে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে মন্তব্য করেছেন। রোববার (১০ নভেম্বর) তিনি বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি শক্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অপরিহার্য।" খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন। তিনি বলেন, "কেবল অস্ত্র দিয়ে কাজ হবে না; শক্তি ও কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চালাতে হবে। শান্তি প্রতিষ্ঠার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাই সর্বোত্তম পথ।" তিনি আরও জানান, ন্যায়সংগত উপায়ে এই যুদ্ধের সমাপ্তি চান।জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা কামনা করে বলেন, "ইউক্রেন সব সময় নীতিগত কূটনীতির জন্য উন্মুক্ত।" তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের আহ্বানও জানান তিনি।