আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মার্কিন একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো। বিগত কয়েক মাস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের গভীরে এমন অস্ত্র ব্যবহারের অনুমতি চাচ্ছিলেন। শেষমেশ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের দুই মাস আগে এমন অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিলেন বাইডেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিলো।তবে বাইডেনের এমন সিদ্ধান্তে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পুতিন।