আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি চিঠি লিখেছেন। চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে তাঁকে আটক ও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। এর আগে গত অক্টোবরে আরও ৬০ সদস্য বাইডেনকে চিঠি লিখে এ আহ্বান জানান। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া নির্বাচনে ব্যাপক জালিয়াতি, অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করার অভিযোগে তুলেছে। কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেন। এ ছাড়া নির্বিচার গ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক মাধ্যম ব্যবহারে ইন্টারনেট নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন তারা।