আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত (এটিসি) ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গেন্দাপুর এবং আরও ৯৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর কারাগারে আটক ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের উদ্দেশ্যে ‘চূড়ান্ত ডাক’ দিয়ে ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান। তিনি পিটিআইয়ের নির্বাচনী ম্যান্ডেট পুনর্বহাল, আটক নেতাদের মুক্তি এবং ২৬তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি জানান।
ইসলামাবাদের সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পিটিআইয়ের দাবি অনুযায়ী, সংঘর্ষে তাদের ১২ সমর্থক নিহত হন এবং শতাধিক লোককে গ্রেফতার করা হয়। ইসলামাবাদ পুলিশ সন্ত্রাসবিরোধী আদালতে ৯৬ জন সন্দেহভাজনের তালিকা জমা দেয়। এতে পিটিআইয়ের শীর্ষ নেতা ইমরান খান, বুশরা বিবি, আলী আমিন গেন্দপুর, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানসহ আরও অনেকে রয়েছেন। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তাহির আব্বাস সিপরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।