News71.com
 International
 09 Dec 24, 09:52 AM
 28           
 0
 09 Dec 24, 09:52 AM

আসাদের পতনের মধ্যেই সিরিয়ায় আইএসের স্থাপনায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা॥

আসাদের পতনের মধ্যেই সিরিয়ায় আইএসের স্থাপনায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের মধ‍্যেই দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার বলেছে, তারা সিরিয়ায় ৭৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইএস নেতা ও তাদের ক্যাম্প, অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে। আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে পারে তাই এসব হামলা।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আমরা আইএস'কে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিবো না। সেইসঙ্গে সিরিয়ায় সকল গোষ্ঠীর জানা উচিৎ যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। সিরিয়ায় চালানো হামলায় বেসামরিক লোকদের হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেন্টকম। তবে সিরিয়ার কোন কোন প্রদেশ বা জেলায় এসব হামলা চালানো হয়েছে- তানিয়ে কিছু জানায়নি সেন্টকম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন