News71.com
 International
 10 Dec 24, 10:05 PM
 13           
 0
 10 Dec 24, 10:05 PM

ভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব॥

ভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সংসদ সদস্যরা। ভারতের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন এ ঘটনা ঘটল। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাজ্যসভার ৭০ জন বিরোধী সদস্য এই অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন। গত অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল বিরোধী শিবিরের। তবে তা আনা হয়নি। এবার শীতকালীন অধিবেশনে সেটিই পেশ করা হলো বলে জানা গেছে। ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারায় এই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে। জানা যায়, রাজ্যসভার বিরোধী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধীও। তিনিও ওই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। ইন্ডিয়া জোটের অভিযোগ, সংসদের উচ্চকক্ষে শাসক শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট জগদীপ ধনখড়। যেভাবে বিরোধী সংসদ সদস্যদের ভাষণের সময় বাধা দেওয়া হয়, তা কার্যত নজিরবিহীন। রাজ্যসভার সর্বোচ্চ পদে থাকাকালেও বিজেপির প্রতি তার আনুগত্য প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী শিবিরের সংসদ সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন