News71.com
 International
 12 Dec 24, 12:17 AM
 6           
 0
 12 Dec 24, 12:17 AM

মন্ত্রণালয় অভ‍্যন্তরে আত্মঘাতী হামলা॥ আফগান মন্ত্রী নিহত

মন্ত্রণালয় অভ‍্যন্তরে আত্মঘাতী হামলা॥ আফগান মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় মন্ত্রী খলিল হাক্কানী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে নিজের দপ্তরে নথিপত্রে স্বাক্ষর করার সময় তার ওপর এই হামলা চালানো হয়। খবর সিএনএন ও আল জাজিরার। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিএনএন জানায়, হামলাকারী নিজেকে দর্শনার্থী পরিচয় দিয়ে মন্ত্রণালয়ে ঢোকে। এরপর মন্ত্রী খলিল হাক্কানী নথিপত্রে সই করার সময় তাকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

খলিল হাক্কানী আফগানিস্তানের তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী হাক্কানী নেটওয়ার্কের প্রধান সারাজুদ্দিন হাক্কানীর চাচা। তিন বছর আগে ২০২১ সালে বিদেশি বাহিনী ও তাদের সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর তিনিই বোমা হামলায় প্রাণ হারানো বড় কোনো কর্মকর্তা (হাই-প্রোফাইল) এদিকে, মন্ত্রী খলিল হাক্কানী নিহত হওয়ার বিষয়ে তালেবান সরকারের কোনো কর্মকর্তা এখনো মন্তব্য করেননি। এছাড়া হামলার দায়-দায়িত্বও এখনো কেউ স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন