News71.com
 International
 21 Dec 24, 05:28 PM
 27           
 0
 21 Dec 24, 05:28 PM

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির॥

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির॥

নিউজ ডেস্কঃ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সেনা সদর দপ্তর দখলে নেয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। এর মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারাল মিয়ানমারের সামরিক জান্তা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে আরাকান আর্মির দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুই সপ্তাহ ধরে প্রচণ্ড লড়াইয়ের পর শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অবস্থিত পশ্চিমা সামরিক কমান্ডের পতন হয়েছে।’

তবে এ ব্যাপারে রয়টার্স এর পক্ষ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। ২০২১ সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। মিয়ানমারে জান্তাবিরোধী বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুডে থাকা আরাকান আর্মি (এএ) ২০২৩ সালের অক্টোবরে সরকারবিরোধী অভিযান শুরু করে। চীন–সংলগ্ন মিয়ানমার সীমান্তে উল্লেখজনক তারা বিজয়ও অর্জন করে। গত আগস্টে উত্তর–পূর্বাঞ্চলীয় লাশিও শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী জোট। যা মিয়ানমারের ইতিহাসে প্রথম কোনো আঞ্চলিক সামরিক কমান্ড দখলের ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন