News71.com
 International
 21 Dec 24, 09:37 PM
 7           
 0
 21 Dec 24, 09:37 PM

পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক নাগরিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড॥

পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক নাগরিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক স্থাপনায় সহিংস হামলার অভিযোগে পাকিস্তানের সামরিক আদালত ২৫ জন বেসামরিক ব্যক্তিকে দুই থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে। সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৯ই মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর পুরো দেশে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় সামরিক অনেক স্থাপনায়ও হামলা চালানো হয়। এই অভিযোগে প্রথম পর্যায়ে ২৫ ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। এর আগে আদালত যথাযথ আইনি প্রক্রিয়ায় তথ্যপ্রমাণ যাচাই ও পর্যালোচনা করে। বিবৃতিতে আইএসপিআর আরও বলেছে, জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ), জিন্নাহ হাউস এবং মিয়ানওয়ালিতে পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিসহ সামরিক স্থাপনাগুলোতে হামলায় জড়িত ছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৪ জনকে দেয়া হয়েছে ১০ বছর করে কারাদণ্ড। অন্যদের দেয়া হয়েছে এর চেয়ে কম সাজা। হামলার এ ধরনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে আইএসপিআর। এর মধ্য দিয়ে সহিংসতা সৃষ্টির উদ্দেশে এটা ছিল রাজনৈতিক সন্ত্রাস। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন