News71.com
 International
 21 Dec 24, 09:37 PM
 6           
 0
 21 Dec 24, 09:37 PM

পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলা॥ ১৬ সেনাসদস্য নিহত

পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলা॥ ১৬ সেনাসদস্য নিহত

 


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন। গতকাল শুক্রবার রাতে দেশটির আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে এ হামলার ঘটনা ঘটে। আজ শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি কে নিশ্চিত করেছেন বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। তিনি আরও বলেন, হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তাঁরা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এ হামলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন