News71.com
 International
 22 Dec 24, 11:52 AM
 9           
 0
 22 Dec 24, 11:52 AM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২৫ সমর্থককে সাজা॥

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২৫ সমর্থককে সাজা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ২৫ জন সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির সামরিক স্থাপনায় হামলার জেরে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার ইমরান খানের ২৫ জন কর্মীর সাজার তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালের ৯ মে দাঙ্গায় জড়িত ২৫ জনকে সামরিক আদালত দুই থেকে ১০ বছর পর্যন্ত সাজা দিয়েছে। তবে সামরিক বাহিনীর বিবৃতিতে তাদের অপরাধের বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। ২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে তার সমর্থকরা বিক্ষোভে নামে। দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ চরম সহিংসতায় রুপ নেয়। দেশটির সেনাবাহিনী জানায়, ইমরান খানের সমর্থকরা সরকারি ভবন, সামরিক স্থাপনায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া পেছনে জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন