News71.com
 International
 24 Dec 24, 09:21 PM
 17           
 0
 24 Dec 24, 09:21 PM

মিয়ানমারের চিন রাজ্য ‘মুক্ত’ করার দাবি বিদ্রোহীদের॥

মিয়ানমারের চিন রাজ্য ‘মুক্ত’ করার দাবি বিদ্রোহীদের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চিন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যুদ্ধরত বিদ্রোহীরা। ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড এই দাবি করে। গত সোমবার বিদ্রোহী গোষ্ঠীটি বলে, সপ্তাহান্তে মিনদাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়ায় চিন রাজ্যের ৮০ শতাংশই সামরিক জান্তার হাতছাড়া হয়ে গেছে। চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানিয়েছেন, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন।রাজধানী হাক্কা, ফালাম, তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেটলেট, মিনদাত মুক্ত হয়েছে। কানপেটলেট ও মিনদাত থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে। সূত্র: ইরাবতী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন