আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তরে তীব্র শীতের প্রবাহ ও তুষার ঝড়ের ফলে সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মধ্যপশ্চিমে তুষারঝড়ের প্রভাবের ফলে কোটি মানুষকে সতর্কতার আওতায় আনা হয়েছে। নতুন শীতকালীন এ ঝড় ধীরে ধীরে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তীব্র শীতের তাপমাত্রা দেশের উত্তর অংশে প্রভাব বিস্তার করছে। স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) সকালে কানসাস, মিসৌরি, কেনটোকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও আরাকানস রাজ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ তুষারঝড়ের কবলে পড়ছেন। এছাড়াও ড্যাকোটা থেকে ডেলাওয়্যার শীতকালীন আবহাওয়ার সতর্কবার্তার আওতায় রয়েছে। ঝড়টি সোমবার পর্যন্ত চলমান থাকবে বলে পূর্বাভাস রয়েছে।