আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলে ৩০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। এই আগুন থেকে বাঁচতে গাড়ি ও পায়ে হেঁটে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। মঙ্গলবার রাতে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এই দাবানল শুরু হয়। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে বুধবার আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রায় ৩ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে এবং বহু স্থাপনা ধ্বংস হয়েছে। এটি হলিউড তারকা ও সংগীতশিল্পীদের আবাসস্থল হিসেবে পরিচিত। সড়কগুলোতে মানুষের ভিড় ছিল, কেউ কেউ গাড়ি ছেড়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যান। অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, আপনার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চিন্তা করবেন না। কেবল প্রিয়জনদের নিয়ে নিরাপদ স্থানে যান। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বুধবার সকালে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।