আন্তর্জাতিক ডেস্ক: চীন সফরে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। শুক্রবার (১০ জানিয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানিয়েছেন, দিশানায়েকে আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই সফর করবেন। একই দিনে আরেক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র গুও জিয়াকুন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট দিশানায়েকের এটিই প্রথমবার চীন সফর। টএটি চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিজিটিএন জানিয়েছে, সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন দিশানায়েকের। এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি তার সঙ্গে সাক্ষাৎ করবেন।