News71.com
 International
 13 Jan 25, 08:35 PM
 40           
 0
 13 Jan 25, 08:35 PM

হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারে সিআইএ॥ জাকারবার্গ

হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারে সিআইএ॥ জাকারবার্গ

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) মতো গোয়েন্দা সংস্থাগুলো হোয়াটসঅ্যাপ বার্তা পড়তে পারে। মেটার সিইও মার্ক জাকারবার্গ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) জো রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এমন তথ্য জানিয়েছেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। খবর নিউজবাইটের। প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ বা অন্যান্য গোয়েন্দাসংস্থার কাছে ব্যবহারকারীর স্মার্টফোন বা অন্যকোনো ডিভাইস গেলে তারা সেই ডিভাইসের বার্তা বা তথ্যে সরাসরি অ্যাকসেস করতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টাকার কার্লসনের সাক্ষাৎকারের আয়োজনের চেষ্টা সম্পর্কে রোগানের একটি প্রশ্নের প্রেক্ষাপটে এসব মন্তব্য করেছেন জাকারবার্গ। গত বছরের ফেব্রুয়ারিতে, তিন বছরের ব্যর্থ প্রচেষ্টার পর পুতিনের সঙ্গে কথা বলতে সফল হওয়ার কথা বলার সময় কার্লসন তার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন কর্তৃপক্ষ, অর্থাৎ এনএসএ এবং সিআইএকে দায়ী করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন