News71.com
 International
 18 Jan 25, 11:24 PM
 36           
 0
 18 Jan 25, 11:24 PM

বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের॥

বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তবে এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের গঠনের দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম এই নির্দেশনা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগের নির্দেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট ও অ্যালাইনা টেপলিটজ। বহু বছর ধরে এই তিন কর্মকর্তাই ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি খারাপ পরিস্থিতির সূচনা করবে বলে উদ্বেগ রয়েছে। যে তিনজন কূটনীতিকের নাম উল্লেখ করা হয়েছে তারা ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান প্রশাসনের অধীনে কাজ করেছেন। প্রেসিডেন্ট যখন অফিস ত্যাগ করেন তখন কূটনীতিকরা সাধারণত পদত্যাগ করেন না, তারা নিজ পদে বহাল থাকেন। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের এই গুরুতর পদক্ষেপ আমলাতান্ত্রিক স্তরে সরকারকে মৌলিকভাবে পরিবর্তন করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন