News71.com
 International
 20 Jan 25, 09:58 AM
 9           
 0
 20 Jan 25, 09:58 AM

শুরু হচ্ছে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুগ আজ শুরু॥

শুরু হচ্ছে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুগ আজ শুরু॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের নির্বাচনি রাজনৈতিক ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের জয় স্মরণীয়। ১৩২ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় বারের মতো জয় পেয়েছেন তিনি। স্থানীয় সময় ২০ জানুয়ারি (আজ সোমবার) থেকে হোয়াইট হাউজে তার দ্বিতীয় যুগ শুরু হচ্ছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে সাজ সাজ রব। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর। তীব্র ঠাণ্ডার কারণে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ক্যাপিটাল হিলের ভেতরে। প্রথা ভেঙে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানকে বিশ্বমঞ্চে রূপ দিচ্ছেন। এর আগে বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের শপথে আমন্ত্রণ না জানানো হলেও ট্রাম্প সেই কাজটি করেছেন। ২ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। থাকবে নৈশভোজ যার টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ লাখ ডলার। ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প জয়লাভ করেন। ট্রাম্পের এই ভূমিধস জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম বারের মতো আমেরিকার মসনদে বসেছিলেন ট্রাম্প।চার বছর পরপর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক হয় খোলা স্থানে। কিন্তু এবার ভিন্ন আবহে ট্রাম্পের অভিষেক হবে। তীব্র ঠাণ্ডায় কংগ্রেস ভবনের ভেতরে অভিষেক হবে। দ্বিতীয় বারের মতো কংগ্রেস ভবনের রোটুন্ডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরো আয়োজন। ভয়াবহ ঠাণ্ডার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন