News71.com
 International
 24 Jan 25, 06:00 PM
 125           
 0
 24 Jan 25, 06:00 PM

যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই লাগবে ২১ বছর॥

যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই লাগবে ২১ বছর॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের গণহত্যামূলক তাণ্ডবের পর গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ২১ বছর সময় লাগতে পারে। আর এই কাজে খরচ হতে পারে ১২০ কোটি ডলার। গাজা নিয়ে জাতিসংঘের ক্ষয়ক্ষতি মূল্যায়নে এমনটাই উঠে এসেছে। জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের পর গাজা পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপে সম্ভবত মানুষের দেহাবশেষও রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার লাশ থাকতে পারে। ইসরায়েলি গণহত্যামূলক তাণ্ডবে গাজা উপত্যকায় প্রায় ৪৭ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ১৫ মাস পর গত রোববার সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন