News71.com
 International
 25 Jan 25, 10:18 AM
 121           
 0
 25 Jan 25, 10:18 AM

তীব্র বায়ুদূষণ॥থাইল্যান্ডের ২৫০ স্কুল বন্ধ

তীব্র বায়ুদূষণ॥থাইল্যান্ডের ২৫০ স্কুল বন্ধ

 

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে ২৫০টির বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংককের অবস্থান অষ্টম। বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার হতে পারে। মৌসুমি বায়ুদূষণ দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে প্রভাব ফেলছে। এই অঞ্চলের অনেক দেশের মতো থাইল্যান্ডেও শীতকালে ফসলের খড় পোড়ানো ও গাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে এই পরিস্থিতির সৃষ্টি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন