News71.com
 International
 25 Jan 25, 10:19 AM
 100           
 0
 25 Jan 25, 10:19 AM

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না॥ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না॥ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

 


আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ বাঁধতো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, “২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।” শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি তার সাথে একমত না হয়ে পারছি না যে, যদি তিনি প্রেসিডেন্ট হতেন- যদি ২০২০ সালে তার বিজয় চুরি না হতো- তাহলে হয়তো ২০২২ সালে ইউক্রেনে যে সংকট তা দেখা দিত না।”

পুতিন জানিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য তৈরি। ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দামের মতো বিষয়গুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে চান। দু’জনের সাক্ষাৎ একটি ভাল সিদ্ধান্ত হবে।” “সম্ভবত আজকের বাস্তবতার ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভাল হবে। আমরা প্রস্তুত। কিন্তু, আমি আবারও বলছি, এটি মূলত, বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের ওপর নির্ভর করছে।” সূত্র: সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন