News71.com
 International
 26 Jan 25, 09:50 AM
 162           
 0
 26 Jan 25, 09:50 AM

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান॥নিহত ৩০

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান॥নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা সদস্যরা সক্রিয়ভাবে সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয়। এতে ১৮ জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এবং ছয়জন সন্ত্রাসী আহত হয়েছে। এ ছাড়া কারাক জেলায় আরেক অভিযানে নিরাপত্তা বাহিনী সফলভাবে আটজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এরপর খাইবার জেলার বাগ এলাকায় আরেকটি অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে চারজন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে। এসব অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার পরিমাণ অনেক বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন