News71.com
 International
 31 Jan 25, 05:53 PM
 139           
 0
 31 Jan 25, 05:53 PM

নির্বাচন নিয়ে সংশয়ের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়াল মিয়ানমারের সামরিক জান্তা॥

নির্বাচন নিয়ে সংশয়ের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়াল মিয়ানমারের সামরিক জান্তা॥

নিউজ ডেস্কঃ  মিয়ানমারে অভ্যুত্থানের চতুর্থ বার্ষিকীর একদিন আগে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণার বিষয়টি রাষ্ট্র পরিচালিত এমআরটিভির টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে। জান্তা প্রধান মি অং হ্লাইং বলেছেন, জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে এখনো অনেক কাজ বাকি। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো স্থিতিশীলতা এবং শান্তি প্রয়োজন। অং সান সু চির বেসামরিক সরকারকে সেনাবাহিনীর উৎখাতের মধ্য দিয়ে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ সংঘাতময় পরিস্থিতিতে জান্তা সারকার চলতি বছর একটি নির্বাচন করার পরিকল্পনা করছে।

জাতিসংঘের মতে, তীব্র লড়াইয়ের কারণে মিয়ানমার থেকে আনুমানিক ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেখা দিয়েছে ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতা। দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশের এখন মানবিক সহায়তা প্রয়োজন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লড়াই, অর্থনীতি ভেঙে পড়া এবং কয়েক ডজন রাজনৈতিক দল নিষিদ্ধ বা অংশ নিতে অস্বীকার করা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ জান্তা। সামরিক সরকারের বিরোধীরা ভোট বানচাল করার পরিকল্পনা করছে এবং অন্যান্য দেশকে এই ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই নির্বাচন হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন