আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হেলিকপ্টার-উড়োজাহাজ দুর্ঘটনায় পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাতে এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ব্ল্যাক বক্সটির ককপিট ভয়েস এবং ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধারের পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) ল্যাবে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি উড়োযানই পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ ৬৪ জন আরোহী ছিলেন। পিএসএ এয়ারলাইনসের বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন। এই দুর্ঘটনাকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মার্কিন বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।