News71.com
 International
 01 Feb 25, 10:37 AM
 12           
 0
 01 Feb 25, 10:37 AM

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত॥ হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত॥ হতাহতের শঙ্কা

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার সন্ধ্যায় (৩১ জানুয়ারি) এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন। যুক্তরাষ্ট্রের একাধিক মিডিয়ার বরাতে বলা হয়েছে, বিমানটিতে চিকিৎসক এবং একজন শিশু রোগীও ছিল।বিমান বিধ্বস্তের পর জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেইসঙ্গে লোকদের ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ফিলাডেলফিয়ার মেয়র পার্কার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো সিটি কর্মকর্তারা জানেন না। তবে আমরা সবাইকে প্রার্থনার আহ্বান জানাচ্ছি।

দেশটির জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু, একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন মার্কিন জরুরি বিভাগের কর্মীরা। ভয়াবহ এই বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের রেশ না কাটতেই দেশটিতে আবার বিমান দুর্ঘটনা ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন