News71.com
 International
 01 Feb 25, 10:50 PM
 112           
 0
 01 Feb 25, 10:50 PM

মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর ছয় মার্কিন নাগরিককে মুক্তি দিল ভেনেজুয়েলা॥

মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর ছয় মার্কিন নাগরিককে মুক্তি দিল ভেনেজুয়েলা॥

 

 


নিউজ ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ৬ জন বন্দিকে মুক্তি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটিতে বন্দি থাকা এসব আমেরিকানদের মুক্তি দেওয়া হয়। মুক্তরা ট্রাম্পের বিশেষ প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। ওই ছয় ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিমানে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে বেশ হাসিমুখে ছবি তুলেছেন। রিচার্ড গ্রেনেল সোস্যাল মিডিয়া এক্সে লিখেছেন, এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা হয়েছে এবং তাদেরকে মুক্ত করায় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।প্রেসিডেন্ট ট্রাম্পও ট্রুথ সোস্যাল প্লাটফর্মে রিচার্ডকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এটা একটা মহৎ কাজ।অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের সাথে সম্পর্কের নতুন সূচনা সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন