আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রিয় বন্ধু মোদির জন্য ট্রাম্প নৈশভোজের আয়োজন করবেন বলে খবর চাউর হয়েছে। এর মধ্যে এবার এলো নতুন খবর। ফার্স্ট পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মোদির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, শীর্ষ ধনকুবের ও টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক।সিএনবিসি জানিয়েছে, মোদির সঙ্গে যেসব সিইও দেখা করবেন তার মধ্যে ইলন মাস্ক থাকতে পারেন। আগামী ১৩ ফেব্রুয়ারি সিইওদের প্রতিনিধি দল মোদির সঙ্গে দেখা করতে পারেন।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ইলন মাস্কের টেসলা এবং বৈদ্যুতিক গাড়ির ভারতে প্রবেশ নিয়ে। এ ছাড়া ভারতে স্টারলিংক আনতে মোদির কাছে অনুমতির বিষয়েও আলোচনা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে ইলন মাস্ক ভারতে টেসলা গাড়ি আনার পরিকল্পনা করছেন। আর এই আলোচনার মধ্যে সেই পথ তৈরি হতে পারে।