News71.com
 International
 07 Feb 25, 05:15 PM
 57           
 0
 07 Feb 25, 05:15 PM

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ॥

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ॥
আন্তর্জাতিক ডেস্কঃ নয় যাত্রী ও এক পাইলট নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ছোট একটি সেসনা উড়োজাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খবর সিএনএন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। ১০ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেইসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে। কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে। কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়। ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল। দমকল বিভাগ বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম বহন করে, যা দৃশ্যমানতা ছাড়াই বস্তু ও লোকজনকে শনাক্ত করতে সক্ষম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন