News71.com
 International
 08 Feb 25, 10:30 PM
 99           
 0
 08 Feb 25, 10:30 PM

খার্তুমের বিস্তৃত এলাকায় নিয়ন্ত্রন পুনরুদ্ধারের দাবি সুদানি সেনাবাহিনীর॥

খার্তুমের বিস্তৃত এলাকায় নিয়ন্ত্রন পুনরুদ্ধারের দাবি সুদানি সেনাবাহিনীর॥

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা প্রায় পুরো খার্তুম নর্থ অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। রাজধানীকে সম্পূর্ণ দখলে নিতে তারা আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, তারা খার্তুম নর্থের গুরুত্বপূর্ণ জেলা কাফুরি পুনর্দখল করেছে এবং আরএসএফ সদস্যদের বাহরির (খার্তুম নর্থ) শহরতলিতে সরিয়ে দিয়েছে। খার্তুমের অন্যতম সমৃদ্ধ এই জেলা দীর্ঘদিন ধরে আরএসএফের ঘাঁটি ছিল। এখানে বাহিনীর শীর্ষ নেতাদের সম্পত্তি রয়েছে, যার মধ্যে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর ভাই ও উপপ্রধান আবদেল রহিম দাগলোর সম্পদও অন্তর্ভুক্ত। সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার সেনাবাহিনী ও তাদের মিত্ররা ‘দাগলো সন্ত্রাসী মিলিশিয়ার অবশিষ্ট অংশ’কে কাফুরি থেকে বিতাড়িত করেছে। এ ছাড়া পূর্ব দিকে ১৫ কিলোমিটার দূরের শারক এল নিলের অন্যান্য এলাকার দখলও পুনরুদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন