News71.com
 International
 08 Feb 25, 10:46 PM
 104           
 0
 08 Feb 25, 10:46 PM

চার দিনের সফরে ঢাকায় আসলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট॥

চার দিনের সফরে ঢাকায় আসলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।আজ শনিবার তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। সফরকালে তার সঙ্গে আরো রয়েছেন বিশ্বব্যাংকের সমৃদ্ধিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চার দিনের সফরকালে মার্টিন রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার বিশ্বব্যাংক। বাংলাদেশকে এ পর্যন্ত ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন