News71.com
 International
 10 Feb 25, 09:39 AM
 107           
 0
 10 Feb 25, 09:39 AM

জাতিগত সংঘাতের জেরে ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ॥

জাতিগত সংঘাতের জেরে ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। রাজ্যটিতে প্রায় দুই বছর ধরে চলা জাতিগত সংঘাতের প্রেক্ষাপটে রবিবার রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বেশ কিছু দিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল। দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি।

সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এ সিদ্ধান্ত নিলেন বিজেপির এই নেতা। বিজেপির বিধায়কেরাই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের ফলে সোমবার থেকে শুরু হতে যাওয়া মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন এন বীরেন সিং। সকালে তিনি দিল্লি যান, যেখানে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং দলের প্রধান কৌশলবিদ-কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন