News71.com
 International
 10 Feb 25, 09:47 PM
 122           
 0
 10 Feb 25, 09:47 PM

যুক্তরাষ্ট্রেই থাকবেন প্রিন্স হ্যারি॥আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রেই থাকবেন প্রিন্স হ্যারি॥আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নির্বাচনি অঙ্গীকার পূরণে একের পর এক নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার একের পর এক নির্বাহী আদেশ সিদ্ধান্ত আদালতে আটকে যাচ্ছে। এ নিয়ে ট্রাম্প প্রশাসনে সংকটও বাড়ছে। শনিবারই মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি ব্যয় সংকোচন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েনসির (ডজ) প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ প্রিন্স হ্যারিকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন না।

মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন ডজের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছেন ফেডারেল বিচারক। আদালতের নথি অনুসারে, ট্রেজারি বিভাগের নথিতে থাকা লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত আর্থিক তথ্যে প্রবেশাধিকার পাচ্ছে না ডজ। প্রেসিডেন্ট ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে গত মাসের শেষদিকে সাময়িকভাবে স্থগিত করেন দেশটির একজন বিচারক। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করেছিল। মামলায় বলা হয়, ইতিমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে। আদালতের আদেশটি আসে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। যদিও প্রেসিডেন্টের আদেশ কোন কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন