আন্তর্জাতিক ডেস্কঃ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে নেওয়ায় আগামী তিন দিন বেশ কয়েকটি পাবলিক ইভেন্টে যেতে পারবেন না তিনি। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, পোপ ফ্রান্সিসকে কিছু প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার জন্য এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রঙ্কাইটিসে ভুগছেন পোপ। ভ্যাটিকান জানায়, এর ফলে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি প্রার্থনায় অংশ নেবেন না। আগামীকাল শনিবার পরিকল্পিত জমায়েত এবং সোমবার রোমের বিখ্যাত সিনেসিটা ফিল্ম স্টুডিওতে একটি সফর বাতিল করা হয়েছে।