News71.com
 International
 18 Feb 25, 11:27 PM
 27           
 0
 18 Feb 25, 11:27 PM

সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক॥যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত

সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক॥যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক সাড়ে চার ঘণ্টা পর শেষ হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বৈঠকে সব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেছেন, এই বৈঠক একটি দীর্ঘ ও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলার পর প্রথমবারের মতো যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো। স্বাভাবিকভাবে এই বৈঠকেও রাখা হয়নি ইউক্রেনের কোনো প্রতিনিধিকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলোও। আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান একই দিকে এগোচ্ছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি ইউরি উশাকভের কাছে। তিনি বলেন, ‘তারা কাছাকাছি আসছে কি না, তা বলা কঠিন। তবে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন