News71.com
 International
 18 Feb 25, 11:29 PM
 29           
 0
 18 Feb 25, 11:29 PM

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন থেকে বিরোধী দলনেতাসহ চার বিজেপি বিধায়ক বহিষ্কার॥

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন থেকে বিরোধী দলনেতাসহ চার বিজেপি বিধায়ক বহিষ্কার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ দলের চার বিধায়ককে অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৩০ দিন তারা বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না। বিধানসভা থেকে বহিষ্কার হওয়া বাকি তিন বিধায়ক হলেন- অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক। গত সাড়ে তিন বছরে বিধানসভা থেকে চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর- সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিধানসভার অধিবেশন ছিল। এতে যোগ দেয় রাজ্য সরকার, বিরোধী দলসহ অন্যান্যরা। অধিবেশনে সরস্বতী পূজা করা নিয়ে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি হয়েছিল, সেটির ব্যাপারে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠের অনুমোদন দেন। অগ্নিমিত্রা পাল প্রস্তাব পাঠ করার পর সেটির ওপর আলোচনা চায় বিজেপি। কিন্তু স্পিকার জানান, এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দেন। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছিঁড়ে ছুড়ে মারেন শুভেন্দু। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন