News71.com
 International
 19 Feb 25, 11:18 AM
 24           
 0
 19 Feb 25, 11:18 AM

স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দি ইসরাইলিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস॥

স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দি ইসরাইলিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা সংকটের এই পর্যায়ে এসে হামাস একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে। তারা জানিয়েছে, ইসরায়েল যদি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেয় এবং গাজা থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে, তাহলে একসঙ্গে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে হামাস প্রস্তুত। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দিদের ধাপে ধাপে মুক্তি দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেছেন। একইসঙ্গে, বন্দিদের পরিবারের সদস্যরাও তাদের আপনজনদের একবারে মুক্ত করার দাবি জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলের দাবি, হামাসের হাতে আটক বাকি ৭২ জন বন্দি হয়তো ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছেন, অথবা হামাসের হাতে বন্দি অবস্থায় মারা গেছেন। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েলি বোমা হামলায় তাদের হাতে থাকা ৬০ জন বন্দি নিহত হয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েল থেকে প্রায় ২৫১ জনকে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে যায়। এই বন্দিদের মধ্যে ইসরায়েলি নাগরিক ছাড়াও বিদেশি এবং বহু দ্বৈত নাগরিকও রয়েছেন। বন্দি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, যেখানে কাতারসহ বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন