News71.com
 International
 20 Feb 25, 08:39 AM
 22           
 0
 20 Feb 25, 08:39 AM

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনও পরিকল্পনাই নয়॥ মার্কিন সিনেটর

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা কোনও পরিকল্পনাই নয়॥ মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা দখলের যে পরিকল্পনা করছেন, তার বাস্তবায়ন কোনওভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রিচার্ড ব্লুমেন্থাল।এ সময় গাজা উপত্যকার পুনর্গঠন বিষয়ক নতুন পরিকল্পনা আনতে আরব অঞ্চলের নেতাদের আহ্বান জানান তিনি। ব্লুমেন্থাল ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার ইসরায়েল সফরে গিয়েছেন ব্লুমেন্থালসহ সিনেটের ছয় সদস্য। এদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক— উভয় দলের সিনেটর রয়েছেন। ব্লুমেন্থাল ছাড়া বাকি ছয় সিনেটর হলেন- লিন্ডসে গ্রাহাম, শেলডন হোয়াইট হাউস, জনি আর্নস্ট, অ্যাডাম স্কিফ এবং অ্যান্ডি কিম। শেলডন হোয়াইট হাউস এবং অ্যান্ডি কিম ডেমোক্রেটিক পার্টির। ইসরায়েলে পৌঁছানোর পর দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলন করেন মার্কিন সিনেটররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন