News71.com
 International
 20 Feb 25, 09:07 AM
 20           
 0
 20 Feb 25, 09:07 AM

দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা॥

দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা॥

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেই নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিজেপির তরফে। তিনি হবেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ভারতে আর কোনও বিজেপি শাসিত রাজ্যে নারী মুখ্যমন্ত্রী নেই। রেখা গুপ্তাই হবেন বিজেপির একমাত্র নারী মুখ্যমন্ত্রী। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন পরভেশ ভার্মা। এবারে দিল্লির শালিমার বাগ আসন থেকে বিধায়ক পদে জয়ী হন রেখা গুপ্তা। দিল্লির বিধানসভা নির্বাচনে ২৯ হাজার ৫৯৫ ভোটে জিতেছিলেন রেখা। আম আদমি পার্টির (আপ) বন্দনা কুমারীকে হারিয়ে ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা। তাকেই বেছে নিয়েছেন কেন্দ্র শাসিত দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল কিছুই জানায়নি। ধারণা করা হচ্ছে, ওই বৈঠক থেকে মোদি-শাহ’র সবুজ সঙ্কেত পেয়েছেন রেখা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন