News71.com
 International
 20 Feb 25, 10:57 PM
 18           
 0
 20 Feb 25, 10:57 PM

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা॥

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২০০ এশীয় অভিবাসীর মধ্যে ৫০ শিশুকে আশ্রয় দেবে কোস্টারিকা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চ্যাভেস এ ঘোষণা দেন। এর আগে কোস্টারিকা, পানামা ও গুয়াতেমালা অভিবাসীদের গ্রহণ করতে এবং তাদের নিজ দেশ বা অন্যান্য আতিথেয়তাকারী দেশে না পাঠানো পর্যন্ত আশ্রয় দিতে সম্মত হয়েছে। কোস্টারিকার প্রেসিডেন্ট চ্যাভেস বলেন, ৫০ জন শিশু আসছে। আমরা এখানে তাদের সঙ্গে ভালো আচরণ করব। মধ্য এশিয়া ও ভারত থেকে আসা ২০০ জন নির্বাসিতকে রাজধানী সান জোসে থেকে বাসে চড়ে পানামা সীমান্তের কাছে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি অভিবাসী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

প্রেসিডেন্ট বলেন, তারা এই কেন্দ্র ছেড়ে যেতে পারবেন না। যতক্ষণ প্রয়োজন হবে, ততক্ষণ কোস্টারিকাতেই থাকবেন। সম্ভবত চার, পাঁচ বা ছয় সপ্তাহ। তাদের প্রত্যাবাসন বা তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা সান জোসে অবস্থিত মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দ্বারা পরিচালিত হবে। চ্যাভেস বলেন, সমস্ত খরচ ওয়াশিংটন বহন করবে। এদিকে কোস্টারিকার চার্চ গ্রুপগুলো আগত অভিবাসীদের কল্যাণ ও মঙ্গল কামনা করে তারা সেখানে কী অবস্থায় থাকবে, সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন