আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর নেতারা, জর্ডানের বাদশাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি শুক্রবার রিয়াদে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এসপিএ সূত্রে বলা হয়েছে, এই বৈঠক হবে ‘একটি অনানুষ্ঠানিক ভ্রাতৃত্বপূর্ণ সমাবেশ’ যা বছরের পর বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এতে নেতাদের মধ্যে সুদৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হবে। এটা জিসিসি দেশগুলো, জর্ডান ও মিশরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে।উক্ত সূত্র আরও জানিয়েছে, যেকোনো যৌথ আরব উদ্যোগ এবং এর সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো আগামী বিশেষ আরব সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এই সম্মেলন মিশরে অনুষ্ঠিত হবে। এদিকে, আগামী ৪ মার্চ গাজা পরিস্থিতি নিয়ে আরব লীগের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্যত্র, বিশেষ করে মিশর ও জর্ডানে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।