
 
					
					  					  
					  				  
				  
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম নামক স্থানে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফাঁকা বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।