News71.com
 International
 21 Feb 25, 11:22 AM
 14           
 0
 21 Feb 25, 11:22 AM

ইউক্রেন যুদ্ধে রাশিয়াই সুবিধাজনক অবস্থানে আছে॥ট্রাম্প

ইউক্রেন যুদ্ধে রাশিয়াই সুবিধাজনক অবস্থানে আছে॥ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ তিন বছর আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। মস্কোকে চেপে ধরতে জো বাইডেনের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও তাদের কাবু করতে পারেনি। শিল্পসমৃদ্ধ দনবাসের বেশিরভাগ অংশসহ ইউক্রেনের যুদ্ধ-পূর্ববর্তী মানচিত্রের প্রায় ২০ শতাংশ এখনো মস্কোর নিয়ন্ত্রণে। ফ্লোরিডায় সৌদি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দিয়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনায় রাশিয়ার ‘সুবিধাজনক অবস্থার’ কথা জানান।

ট্রাম্প মনে করেন, ইউক্রেনের ‘বিপুল পরিমাণ ভূখণ্ড’ এরই মধ্যে দখলে নিয়ে নেওয়ায় যুদ্ধের অবসানে যেকোনো শান্তি আলোচনায় রাশিয়াই সুবিধাজনক অবস্থানে আছে। ট্রাম্প স্থানীয় সময় গত বুধবার এয়ারফোর্স ওয়ানে বসে বিবিসিকে বলেন, রাশিয়া প্রায় তিন বছর আগে যে যুদ্ধ শুরু করেছিল সেটার অবসান দেখতে চাইছে বলেই তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন। ‘আমি মনে করি, রাশিয়া যুদ্ধের শেষ দেখতে আগ্রহী; আমি সত্যিই মনে করি। আমার মনে হয় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। কারণ তারা বিপুল পরিমাণ ভূখণ্ড দখলে নিয়েছে। তাস তাদের হাতে।’ রাশিয়া সত্যিই শান্তি চায়, এমনটা বিশ্বাস করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, করি।’ এর আগে ফ্লোরিডার সম্মেলনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই দিনে দ্বিতীয়বার ‘স্বৈরাচার’ অ্যাখ্যা দেন। এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইউক্রেনের ‘কৌতুক অভিনেতা’ প্রেসিডেন্টকে ‘স্বৈরাচার’ তকমা দেওয়ার পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন