News71.com
 International
 22 Feb 25, 09:47 AM
 14           
 0
 22 Feb 25, 09:47 AM

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষ॥১২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষ॥১২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন