News71.com
 International
 22 Feb 25, 10:30 PM
 10           
 0
 22 Feb 25, 10:30 PM

ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী॥  

ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি সপ্তাহে ইরান সফর করবেন।তেহরান জানিয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, সফরকালে ল্যাভরভ ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে আলোচনায় বসলেও তেহরানের পারমাণবিক, সামরিক ও আঞ্চলিক নীতি প্রত্যাহারের দাবি জানিয়ে ইরানের প্রতি কঠোর মনোভাব নিয়েছে। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ওয়াশিংটন ও মস্কোর কৌশলগত স্বার্থ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা আলী খামেনির 'লুক ইস্ট' নীতির অধীনে মস্কোর সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ও সামরিক সহযোগিতা থাকলেও কিছু ইরানি গণমাধ্যম সতর্ক করেছে, রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার নাও হতে পারে এবং ভূ-রাজনৈতিক অগ্রাধিকারের উপর নির্ভর করে অবস্থান পরিবর্তন করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন