আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মস্কো ও ওয়াশিংটনের কূটনীতিকরা ব্যক্তিগতভাবে সংলাপে বসছেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিনিধি দল মার্কিন কনসাল জেনারেলের ইস্তাম্বুলের বাসভবনে গেছে। সেখানেই দূতাবাস সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে। প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন সাংবাদিক ইতিমধ্যে বাসভবনের সামনে জড়ো হয়েছেন। আলোচনাটি 'বন্ধ দরজার পিছনে' অনুষ্ঠিত হবে। পক্ষগুলো তাদের প্রতিনিধি দলের সদস্যদের নামও জানায়নি। বৈঠকের আগে মস্কো ও ওয়াশিংটন দুই দফা প্রাথমিক কারিগরি আলোচনা করেছে। মস্কো আশা করছে, এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে যে, দুই দেশের তাদের দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার ক্ষেত্রে উভয় পক্ষ 'দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যেতে কতটা সক্ষম'।