News71.com
 International
 02 Mar 25, 01:13 PM
 53           
 0
 02 Mar 25, 01:13 PM

পবিত্র রমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল॥

পবিত্র রমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল॥

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার উপলক্ষে গাজায় ছয় সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মতির কথা জানানো হয়। শনিবার (১ মার্চ) থেকে গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে, ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার ১২ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মার্কিন মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে, ১৯ জানুয়ারি প্রথম দফায় ৪২ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময় হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ও ৮ জন ইসরায়েলির মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন