আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমালয় অঞ্চল উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) তিব্বত সীমান্তবর্তী মানা গ্রামে সড়ক নির্মাণ শ্রমিকরা তুষারপাতে আটকা পড়েন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আহতদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের মাথা, পিঠ, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে উদ্ধারকাজে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।